কাপ্তাই উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
কাপ্তাই উপজেলা প্রতিনিধি।
প্রত্যেক জাতি, বর্ণ, গোত্রের মধ্যে সহাবস্থান নিশ্চিত করাই হল সম্প্রীতি। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করাসহ সমাজে হানাহানি বন্ধ করা। সরকার দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠন ও সম্প্রীতি সমাবেশ করার নির্দেশনা দেয়া হয়। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন, কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আকতার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কেন্দ্রীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সহ সভাপতি আবদুল ওহাব,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সোলাইমান, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, হেডম্যান ক্যাওসিং মারমা, নালন্দা জ্ঞানশ্রী শিশু কেন্দ্রের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভান্তে, কর্ণফুলী সরকারি কলেজ এর শিক্ষার্থী সাবরিন সুলতানা।
সমাবেশে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কার্বারী, শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে আগত অতিথিরা শান্তি সম্প্রীতির লক্ষ্য সকলে হাতে হাত মিলে শপথ গ্রহণ করে।