রাঙ্গামাটিতে এবারও শ্রেষ্ঠত্ব অর্জন বরকল থানা
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির ১২ থানার মধ্যে এবারেও শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মান অর্জন করেছে বরকল থানা। গত ২০ সেপ্টেম্বর সকালে জেলা পুলিশের কার্যালয়ে কনফারেন্সে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা করা হয়।
বরকলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলায় অপরাধ দমনে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মান অর্জন করে বরকল থানা পুলিশ। মঙ্গলবার নবাগত এসপির হাত থেকে এ সম্মান গ্রহণ করেছেন বরকল থানার ওসি নাসির উদ্দিন।
এদিকে, বরকল থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করায় জেলার নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ(বিপিএম,বার)-কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বরকল থানা পুলিশ।