[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা বিষয়ে পর্যালোচনা সভা

৮৫

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ জুনিয়র মেকানিক অমিত দেব বর্মণের দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি ও স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা বিষয় নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যটা তলব করতে স্বাস্থ্য বিভাগের কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পর্যালোচনা সভায় বসেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।

বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমার নেতৃত্বে পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা ও বরকল প্রেসক্লাবের সভাপতি শান্তিময় চাকমা ।

প্রেসক্লাবের সভাপতি শান্তিময় চাকমা বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনিয়মের বিষয়গুলো নিয়ে অভিযোগ উঠে আসে। বিশেষ করে কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা এবং দায়িত্বে অবহেলা, হাসপাতালের অব্যবস্থাপনা এসব বিষয়গুলো বেশি আলোচনায় উঠে আসে। তবে এসব নানা অনিয়ম বিষয়গুলো নিয়ে সংবাদকর্মী হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে সংবাদপত্রে রিপোর্ট প্রকাশ করা হয় বলে জানান প্রেসক্লাবের সভাপতি। একজন সংবাদকর্মী হিসেবে নিঃস্বার্থভাবে রাষ্ট্র ও সাধারণ জনগণের স্বার্থে এবং জনগণ যাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্কিত বা প্রত্যাশিত স্বাস্থ্যসেবা পায় এবং সেই সাথে নানা অনিয়ম ও অসংগতি বিষয়গুলো দুর করার জন্য সংবাদ প্রকাশ করা হয়েছে বলে বলেন শান্তিময়।

সংশ্লিষ্ট থানা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং চৌধুরী সাগর বলেন, বরকল উপজেলা স্বাস্থ্য বিভাগে নানা সমস্যা রয়েছে। তার মধ্যে স্টাফ, কর্মকর্তা-কর্মচারী ও আবাসন সংকট, বিদ্যুৎ সমস্যা, পানি সংকট ইত্যাদি। তিনি জুনিয়র মেকানিক কর্মস্থলে অনুপস্থিত থাকার একটা কারণ হলো তার মা-বাবা বৃদ্ধ এবং পারিবারিক সমস্যা থাকায় তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে ছাড় দিতে হয় বলে তিনি জানান। বিশেষ করে চিকিৎসক ও নার্সদের তীব্র আবাসিক সংকটের কারনে যথাযথ স্বাস্থ্য সেবা কিছুটা ব্যাঘাত ঘটছে বলে উল্লেখ করেন মংক্যছিং।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, স্বাস্থ্য বিভাগ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিভাগ। তাই স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যাতে প্রত্যাশিত সেবা পায় সেটা দায়িত্বসহকারে গুরুত্ব দেয়া দরকার। কোনো দপ্তরে অসংগতি দেখা দিলে যতদ্রুত সম্ভব তা সমাধান করা। তা নাহলে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর একটা বিষয় হলো কোনো কর্মচারী যদি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকে তাহলে দৃষ্টিকটু দেখা যায়। সেজন্য তিনি স্বাস্থ্য বিভাগে সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থাপনা ঠিক রাখা, কর্মস্থলে নিয়মিত উপস্থিত হওয়া ও উপস্থিতির তদারকি করার জন্য তিনি থানা স্বাস্থ্য কর্মকর্তা অথবা হেড ক্লার্ককে নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, কোন কর্মকর্তা কর্মচারী অনুমোদিত ছুটি ব্যতি রেখে কর্মস্থলে অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে সরকারি বিধি অনুয়ায়ী বেতন কর্তন করার জন্য থানা স্বাস্থ্য কর্মকর্তাকে পরামর্শ দেন। সেইসাথে স্বাস্থ্য বিভাগে পানি সংকট নিরসনের জন্য পানি সংরক্ষণ করতে পানি ট্যাংক প্রদান, সৌর বিদ্যুৎ প্রকল্পের সু-ব্যবস্থাকরণ ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ব্যবস্থাসহ এসব সহযোগিতা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে বলে আশ্বাস্ত করেন ইউএনও জুয়েল রানা।

উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন, পেশাদারিত্ব মনোভাব থাকলে কোনো সমস্যা সৃষ্টি হয় না। বরকল স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এ ঘাটতিটা কিছুটা রয়েছে। তবে ঘরের কর্তা যদি ঠিক পথে চলে সবই ঠিক হয়ে যায়। আর এসব দায়িত্ব বর্তায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপর। সেজন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডাঃ মংক্যছিংয়ের কাছ থেকে বরকলবাসীও ভালো কিছু প্রত্যাশা রাখেন। যেহেতু ডাঃ মংক্যছিং বরকল উপজেলার মানুষ। সুতরাং বরকল উপজেলা জনসাধারণের কথা ভেবে যতসম্ভব কর্মস্থলে উপস্থিত থেকে স্বাস্থ্য বিভাগের প্রতি দৃষ্টি রাখতে অনুরোধ জানান উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা।

এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।