[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে জগন্নাথছড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন

৫১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে জগন্নাথছড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার আইমাছড়া ইউনিয়নে জগন্নাথছড়া এলাকায় এ শুভ উদ্ভোদন অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিদ্যালয়ের গভর্নিংবডি সভাপতি জ্ঞান রতন চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা প্রমূখ।

ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন,জগন্নাথছড়া প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরুটা ছিলো অনেকটা শোষণীয় অবস্থায় ছিল।কিন্তু আজকের সেই শিক্ষা প্রতিষ্ঠান অনেকটা পরিবর্তন হয়েছে। আর সেটা সম্সভব হয়েছে সরকারের সহযোগিতায়। সেজন্য জগন্নাথছড়া বিদ্যালয় থেকে অধ্যয়ন শেষ করে বাইরে যেন ভালো প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে এ তিনি প্রত্যাশা রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,সরকার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের পেছনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছেন। আর জগন্নাথছড়া গ্রামের মতো পশ্চাৎপদ এলাকায় যে শিক্ষা পরিবেশে গড়ে তোলার জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে তার বড় অবদান রয়েছে সরকারের। সুতরাং অত্র এলাকাবাসীর নিকট সরকারই ধন্যবাদের প্রাপ্য। তবে যে শুধু নতুন বিদ্যালয় নির্মাণ করলে হবে তা নয়। সেখানে মানসম্মত শিক্ষার পরিবেশ যাতে সৃষ্টি করা হয় সেটাই খেয়াল রাখা জরুরী। আর শিক্ষকদের দায়িত্ব হবে শিশুদের মানবিক ব্যক্তি হিসেবে গড়ে তোলা। আর শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার অব্যাহত থাকবে।

 


প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন,নতুন শিক্ষা প্রতিষ্ঠান মানে নতুন অনুভূতি। সদ্য স্বাধীন হওয়া দেশে ভূমিস্থ হওয়া শিশুর কাছে কোনো কিছু আশা করা যায় না। তবে বর্তমানে যেসকল শিশু ভূমিস্থ হচ্ছে তারা অনেকটা ভাগ্যবান। কেননা এখন অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে।তার কিঞ্চিৎ পরিমাণ সুবিধা আমাদের আমলে ছিল না।

তিনি আরও বলেন,শুধু অবকাঠামো উন্নয়ন করলে হবে না। কিভাবে শিশুদের মানসিক পরিবর্তন করা যায় সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের নেতৃত্ব গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশু মানসিক বিকাশের জন্য সকল সুবিধাগুলোকে কাজে লাগাতে হবে অভিভাবকদের। শুধু তাই নয় প্রতিযোগিতা বিশ্বে তাল মিলিয়ে চলতে শিশুদের কোয়ালিটি এনসিওর করতে হবে।

সভাপতি জ্ঞান রতন চাকমা বলেন,জগন্নাথছড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন শুভ উদ্বোধনে অতিথিদের অংশগ্রহণ করায় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে। সেইসাথে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এসময় জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম,আইমাছড়া ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য শুভমালা চাকমা,৪৫ বিজিবি জোনের জগন্নাথছড়া ক্যাম্প প্রতিনিধি সুকুমার সহ আইমাছড়া ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।