কাপ্তাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপারকে ক্রেস্ট প্রদান করা হয়।
সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উদ্ভাবনী কাজের মাধ্যমে পুলিশি সেবা বৃদ্ধি এবং পুলিশ কে জনবান্ধব করার কাজে অসাধারণ ভুমিকা পালন করে। গত আগস্ট মাসে অভিন্ন মানদন্ডের আলোকে তাঁকে রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে নির্বাচিত করা হয়। জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা সভায় রাঙ্গামাটি জেলার নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রবকে এ সম্মাননা স্মারক প্রদান করেন।