অগ্নিকান্ডে ক্ষতিগ্রন্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ইউনিয়নের লম্বাছড়া দূর্গম পাহাড়ি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সুদত্ত বিকাশ চাকমাকে দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষথেকে নগদ অর্থ ও খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।
মঙ্গবার(২০সেপ্টম্বর) দুপুরে লম্বাছড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষথেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম সুদত্ত বিকাশ চাকমা‘র হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।
সহয়তা পেয়ে সুদত্ত বিকাশ চাকমা বলেন, আমার বসবাসের ঘরটি হঠাৎ আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েলিছ থাকার আর কোন ঘর ছিলনা। ইউএনও আমাকে নগদ ৭হাজার ৫শত টাকা ও খাবার দিয়েছে। এখন ঘরটি আবার তোলতে পারব। উল্লেখ্য যে, গত ১৫ সেপ্টম্বর সুদত্ত বিকাশ চাকমা‘র বসত ঘরটি অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ হয়।