নানিয়ারচরে সামাজিক সম্প্রীতি সমাবেশ
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন ছায়ামঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর জোন (১০ বীর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াৎ হুসাইন (পিএসসি), নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যে যারমত স্বাধীনভাবে তার চলাফেরা করতে পারে। কেউ যেন কোনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে এজন্য সকলকে সজাগ থাকতে হবে।
কোন অবস্থাতেই দেশে কোন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এ ধরনের কোন তৎপরতা সহ্য করা হবেনা। পরিশেষে তিনি সকল সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে সম্পর্ণ করতে পারে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
সম্প্রীতি সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন