কাপ্তাই খাদ্য বান্ধব কর্মসূচী ২য় পর্যায় উদ্বোধন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাতে খাদ্য বান্ধব কর্মসূচী ২য় পর্যায় শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদর বড়ইছড়ি বাজারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় কাপ্তাই উপজেলা এলএসডি (খাদ্য গুদাম) ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা উপস্থিত ছিলেন।
এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের খাদ্যবান্ধব ডিজিটাল ডাটাবেজের অন্তর্ভুক্ত মোট ১হাজার ৪ জন উপকারভোগী ১৫ টাকা কেজি দরে প্রতিজন ৩০ কেজি করে চাল পাবেন।