কাপ্তাইয়ে যুবলীগের বিক্ষোভ সমাবেশ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশ উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বড়ইছড়ি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নাছের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাহাদুল আলম , রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতু, যুগ্ম সম্পাদক মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, শান্তিপূর্ণ কাপ্তাইতে কাউকে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করতে দেওয়া হবেনা। কাপ্তাইতে বিএনপি যে কোন অরাজক পরিস্থিতি মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট।