সারা দেশে বিএনপির কর্মসূচিতে পুলিশে গুলিবর্ষন ও আওয়ামীলীগের হামলার প্রতিবাদে
খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
গত পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদল নেতা শাওনকে হত্যা ও সারা দেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ কর্মী এবং পুলিশের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরে কলাবাগান মিল্লাত চত্ত্বর হতে মিছিল করে ভাঙ্গাব্রীজ হয়ে শহরের প্রধান সড়ক উঠতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে পুলিশের বাঁধার মুখে ভাঙ্গাব্রীজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করে সংগঠনের নেতারা।
বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, চলমান কর্মসূচি পালন করতে গিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারের অধিক নেতাকর্মী। সারা দেশে প্রায় ২০ হাজার বিএনপি নেতাকর্মী ও অজ্ঞাত নামে বিভিন্ন মিথ্যা মামলা করেছে সরকার। এসব কার্যক্রম বন্ধ না করে, জনগণের যে ঐক্যের আন্দোলন শুরু হয়েছে, তা ক্রমান্বয়ে গণবিস্ফোরণে পরিণত হবে এবং আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান বক্তারা।