কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কেন্দ্রীয় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা প্রতিবাদে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই সড়কের কর্ণফুলি সরকারি কলেজ যাত্রী ছাউনি হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বড়ইছড়ি বাস স্টেশনে এসে শেষ হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সাংগঠনিক সম্পাদক উ থোয়াই মং মার্মা, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ জাহেদুল ইসলাম, সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, যুগ্ম আহবায়ক সুমন মার্মা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোঃ রফিক, রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাসেম মেম্বাম্বার, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ একরাম, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম মেম্বার, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লাচিংহু, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ তরিক উল্লাহ, মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীরা বলেন, একের পর এক পুলিশের গুলিবর্ষণ ও আ’লীগের বর্বরোচিত হামলা এবং নিত্যপণ্যর মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।