মানিকছড়িতে আন্তঃ উপজেলা সাঁতার প্রতিযোগিতা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আন্তঃ উপজেলা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মানিকছড়ি উপজেলা পরিষদ পুকুরে মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় আন্তঃ উপজেলা সাঁতার প্রতিযোগিতা। প্রতি গ্রুপে ৬জন করে ২৪ জন শিক্ষার্থীদের চারটি গ্রুপে বিভক্ত করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাঁতার প্রশিক্ষক রাজন চাকমা, বাফুফে কোচ মোঃ ইমরান হাসান ইমন, বাফুফে রেফারী মোঃ রেজাউল করিম খান সোহেল।