[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে অটোরিক্সা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

৫৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির আসামবস্তি- কাপ্তাই সড়কে চাঁদা না পেয়ে অটোরিক্সা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বনরূপা চত্ত্বরে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকেরা সড়কে ব্যরিকেট দিয়ে প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশাসনের কাছে তিনটি দাবি তুলে ধরেন, দাবি সমূহ হলো- অটোরিক্সার চালকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং অটোরিক্সার ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে রাঙ্গামাটি শহর অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। বক্তারা আরো বলেন, অটোরিক্সা চালক খুবই গরীব ঘরের সন্তান। সেই কিস্তির মাধ্যমে গাড়িটি ক্রয় করেছেন। এটি দিয়ে তাঁর সংসার চলে। যদি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ,উন্নয়ন বোর্ড, মেয়র কিংবা এমপি যদি তাকে একটি গাড়ি ক্রয় করে দেয় তাহলে তার সংসার চলবে।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু,শ্রমিক নেতা মহিউদ্দিন পেয়ারু প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই ইউপি এলাকার আগর বাগান নামক স্থানে তিমুর সড়কে অটোরিক্সার চালক মোঃ কামাল হোসেন সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় তাঁর অটোরিক্সা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিটও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী চালক মোঃ কামাল হোসেন জানান, সকালে রির্জাভ বাজার থেকে দুই নারীকে নিয়ে কাপ্তাই যাওয়ার পথে চার-পাঁচ জন ছেলে পথ আটকে দেয়। তার কাছে টোকেন না থাকায় তাদের নেতার কাছে যেতে বলে। সবার কাছে অস্ত্র থাকায় তিনিও ভয়ে ছিলেন। তাদের নেতা তাকে গুলি করতে চেয়েছে। তখন পা ধরে জীবন ভিক্ষা চান এবং এক হাজার টাকা দিয়ে টোকেন নিতে চান। তবে তারা তা না শুনে অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয়।