মাটিরাঙ্গায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিবে ১৮০০ পরীক্ষার্থী
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
সারাদেশের ন্যায় খাগড়াছড়িরও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। এ বছর পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এবার জেলার মাটিরাঙ্গা উপজেলার ৭টি পরিক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনালে ১৮১২জন পরীক্ষার্থী অংশ নিবে। কেন্দ্রগুলো হচ্ছে, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়, শান্তিপুর উচ্চ বিদ্যালয় এসএসসি ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র। মাটিরাঙ্গা ইসলমিয়া আলিম মাদরাসা এবং তবলছড়ি ইসলামিয়া আলিম মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্র।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়াও পরীক্ষার দিন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবার আশংকায় পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে তা মাইকিং করে সকলকে অবগত করা হয়। গত ১৯ জুন এ পরীক্ষা শুরুর হওয়ার কথা ছিল কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নতুন করে পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা দেওয়া হয়।
এছাড়াও পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে এনে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। মাটিরাঙ্গা উপজেলায় ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ৫টি কেন্দ্রে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১৫৪০ জন। দাখিল পরিক্ষায় ২টি কেন্দ্রে ১৬৪ জন এবং এসএসসি(ভোকেশনাল) কেন্দ্রে ১০৮জন পরিক্ষার্থী এ বছর পরিক্ষায় অংশগ্রহন করবে।
মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ২১১জন,(ভেকেশনাল) ৮৭জন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ২১৫জন, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয় ৫৪৬জন, শান্তিপুর উচ্চ বিদ্যালয় ৩৮৩জন (ভোকেশনাল) ৩০জন। গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় ১৮৫জন। পরিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করতে যাচ্ছে। মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা ৭৮জন এবং তবলছড়ি ইসলামিয়া আলিম মাদরাসা ৮৬ জন। পরিক্ষায় অংশ গ্রহণ করবে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেব বলেন, সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়াও শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের জন্য পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন করণীয় নির্দেশনা মেনে চলার আহবান জানান। তাছাড়া সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবার জন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।