কাপ্তাইয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১১৪০জন পরীক্ষার্থী
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ৪টি কেন্দ্রে এবার ১১৪০জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ উপজেলায় ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসার সর্বমোট ১১৪০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানান, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।
তিনি জানান, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১৪ জন, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ৪১১ জন এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৭৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এইছাড়া কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রে ১৪২ জন দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এদিকে প্রথমদিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এবং কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন। শান্তিপূর্ণভাবে প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।