সাফ নারী ফুটবল খেলায় বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর অভিনন্দন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ভারতকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী ফুটবল দল গ্রুপ সেরা দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের মেয়েরা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের আগামি খেলাগুলোতেও জয়ের মাধ্যমে দেশের সম্মান বয়ে আনবে।