[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

৩৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গাামটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাঙ্গামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে জেলা প্রাথামিক শিক্ষা অফিসের আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় জলা প্রাথামিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা, জেলা সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা ও মোঃ রবিউল হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মৃতিচারণ করে বলেন, এই টুর্ণামেন্ট শিশুদের প্রতিভা বিকাশের একটি অন্যতম প্লাটফর্ম। টুর্ণামেন্টের মাধ্যমে শিশুরা তাদের প্রতিভা জাতীয় পর্যায়ে প্রদর্শনের সুযোগ পাচ্ছে। বর্তমানে জাতীয় পর্যায়ে আমাদের রাঙ্গামাটির অনেক ছেলেমেয় দেশের হয়ে ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে তারা আমাদের গর্ব। তিনি শিশুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়া সহ আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে খেলা বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত প্রথম খেলায় কাউখালী ও রাঙ্গামাটি সদর মুখোমুখি হয়। খেলায় রাঙ্গামাটিকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় কাউখালী। অপর খেলায় রাঙ্গামাটির মেয়েরা কাউখালীকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।

রাঙ্গামাটির ১০ উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলকে নিয়ে আজ থেকে উদ্বোধন হওয়া টুর্ণামেন্টটির ফাইনাল আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় ও বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।