[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৮৮ জন

৮২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

২০২২ সালের এসএসসি ও সমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ বছর মানিকছড়ি উপজেলার তিনটি কেন্দ্রে সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডেও আওতায় মোট ১ হাজার ১৮৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মানিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার এই তিনটি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষায় রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৭৫ জন, তিনটহরী উচ্চ বিদ্যালয়ে ১৮২জন, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৮১জন, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সংখ্যা ১০৫জন, বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সংখ্যা ৩৮জন, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১২জন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ১৯৫জন, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের ৯০জন, গাড়ীটানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৯জন, দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ১৫১ (সাধারণে ১১৯ ও ভোকেশনালে ৩২) জন, মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসার ৪১জন ও গাড়ীটানা দাখিল মাদরাসার ৪১জন এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী জানিয়েছেন, বিগত বছরের ন্যায় এবারও উপজেলার তিনটি কেন্দ্রেই এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের কেন্দ্র সচিব’র দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সন্তোষ কুমার চৌধুরী, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব’র দায়িত্বে রয়েছেন বড়ডলু উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ ও দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রের কেন্দ্র সুপার হিসেবে দায়িত্বপালন করবেন প্রতিষ্ঠানটির দায়িত্বরত সুপার মো. বেলাল উদ্দিন। তারা সকলেই আগামী (১৫ সেপ্টেম্ববর) বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন। তবে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা পরীক্ষার টেবিলে বসতে পেরে তাদের মাঝে যেমন উৎসাহ কাজ করছে তেমনি অভিভাবক ও শিক্ষকদের মাঝেও এক ধরণের আনন্দ কাজ করছে বলে জানিয়েছেন একাধিক ছাত্র-শিক্ষক ও অভিভাবক।