বান্দরবানে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে মাদক মামলায় জিয়াউল হক নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। বুধধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভুইয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল হক জিয়া (২৭), সে নাইক্ষ্যংছড়ি উপজলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঘোনারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।
জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, গেল ২০২০ সালের ১৪ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়া হেডম্যান পাড়ার মাটির রাস্তার ওপর আসামি জিয়াউল হক জিয়ার কাছ থেকে ৪৮ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলট উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে মাদক দ্রব্য নিজ হেফাজতে সংরক্ষণের দায়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় একই দিন নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ মুখলেছুর রহমান বাদী হয়ে আসামি জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ২০২১ সালে ২৬ মে জিয়াউল হক জিয়াকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ ইকবাল করিম এ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি জিয়াউল হক জিয়া ৪৮ হাজার ৭ শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে নিজ হেফাজতে রাখার অপরাধ করে।
এ ঘটনায় দায়রেকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়েছে।আদালতের বিচারক আসামি জিয়াউল হক জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।রায়ের পর উপস্থিত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।