বান্দরবানে অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেন এলাকা তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ নাছির উদ্দিন (২০), সে মহেশখালী উপজেলায় বারঘর পাড়া গ্রামের শফি আলম ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘুমধুম তদন্ত পুলিশ। এসময় মোঃ নাছির উদ্দিন (২০) নামে মাদক ব্যবসায়ী কাছে থেকে ২৬ বোতল বিদেশী মদ ও একটি ইজিবাইক (টমটম) ও জব্দ করে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা জানান, অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটককৃত বিরুদ্ধে মাদক মামলার আইনের প্রক্রিয়াধীন রয়েছে।