উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সাথে লংগদুতে কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় দুদিনের সফরে এসে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা লংগদুতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার সময় লংগদু উপজেলা রেস্ট হাউসে লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খান ও লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুসা সহ কর্মরত সাংবাদিকগণ চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জনি রায় (অ:দা:), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় সাংবাদিকদের নিয়ে সকালের নাস্তা করেন এবং নাস্তা শেষে তিনি সাংবাদিকদের আগামী একবছরের মধ্যে লংগদু প্রেসক্লাবের নতুন ভবনের বরাদ্ধ দেয়া এবং ভবনের জায়গা নির্ধারণের বিষয়টি নিয়ে লংগদু নির্বাহী অফিসারের সাথে আলোচনা করবে বলে আশ্বস্থ করেন।