দীঘিনালা সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষ থেকে দুই অসহায় ও দু:স্থ ব্যাক্তির মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় দীঘিনালা জোন সদরে অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন ৪ই বেঙ্গল বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল রুম্মন পারভেজ, পিএসসি।
এসময় অনুদান হাতে পেয়ে উপজেলার কবাখালি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকার কমলা বেগম (২৭) বলেন, ‘আমার ছেলে সুমন মিয়া’কে (০৫) গত দুইমাস আগে কুকুর কামড়ায় এরপর থেকে সে শারীরিক কষ্ট পাচ্ছিলো। আর্থিক অভাবে কারণে তাঁকে চিকিৎসা করাতে পারছি না। এবিষয়টি জোনের নজরে আসে। জোন থেকে চিকিৎসা সহায়তা পেয়েছি, এখন উন্নত চিকিৎসা করাতে পারবো।’ অন্য আরেক উপকার ভোগী অনুদান হাতে পেয়ে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের থানা পাড়া এলাকার কমল বিকাশ চাকমা (৫৬) বলেন, ‘আমি অনেক দিন থেকে জটিল রোগে আক্রান্ত অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে নিতে পাড়ছি না। জোন থেকে চিকিৎসা সহায়তা পেয়েছি, এখন উন্নত চিকিৎসা করাবো।’
দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল রুম্মন পারভেজ, পিএসসি বলেন, ‘উপকার ভোগীরা দীঘিনালা জোনের কাছে চিকিৎসা সহায়তা চেয়ে লিখিত আবেদন করেন। এরপর জোন আজ চিকিৎসা সহায়তা হিসেবে নগত অর্থ সহযোগীতা করেছে।’ এসময় তিনি আরো বলেন, ‘দীঘিনালা জোন সব সময় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। আজকে যে সহযোগিতা প্রদান করা হয়েছে এরকম সহযোগীতা করার জন্য দীঘিনালা জোন সব সময় প্রস্তুত রয়েছে।’