[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণআজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন, বাল্যবিবাহকে না বলার আহ্বানবিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দীঘিনালায়মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবেদীঘিনালায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই’র চেক বিতরণকাপ্তাই দারুল উলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় চুরিশিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

চন্দ্রঘোনা ইউপি ইউপিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১০১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা, প্রত্যেক জাতি, বর্ণ, গোত্রের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সহ সমাজে হানাহানি বন্ধ করার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠন ও সম্প্রীতি সমাবেশ করার নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ভাবে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, মূল্যবোধ বজায় রেখে পরস্পরের হিংসা, সহিংসতা বন্ধ করে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা গঠন করা আমাদের মূল্য লক্ষ্য হওয়া উচিত।

সকাল সাড়ে ১০ টায় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনতাসির জাহান। ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় কেপিএম লিমিটেডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, কাপ্তাই থানার উপ -পরিদর্শক ( এসআই) ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ নুর উল্ল্যা ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা জাহান, বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহজালাল ফারুকী, চন্দ্রঘোনা নালন্দা বিহারের ক্ষেমানন্দ ভান্তে, চন্দ্রঘোনা ব্যাপ্টিস চার্চ এর পাস্টর সিমসন খিয়াং, কয়লার ডিপু হরি মন্দিরের পুরোহিত কৃষ্ণ চক্রবর্তী বক্তব্য দেন।

সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু, ছাত্র, শিক্ষক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।