কাপ্তাই-চন্দ্রঘোনা ইউপিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা, প্রত্যেক জাতি, বর্ণ, গোত্রের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হানাহানি বন্ধ করার লক্ষ্যে সরকারের পক্ষ হতে দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠন ও সম্প্রীতি সমাবেশ করার নির্দেশনা করা হয়েছে।
সোমবার (১২সেপ্টেম্বর) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ও ১নং ইউপি সম্প্রীতি কমিটির আয়োজনে পৃথক, পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় নতুনবাজার এলাকায় ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডেপুটি কমান্ডার মোঃ ইস্রাফিল হোসেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক খন্দকার মাঈনুল হক, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, ইমাম মোঃ জাহিদুল ইসলাম, পুরোহিত পিন্টু চক্রবর্তী, নতুনবাজার বনিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নবীর হোসেন, হরিনছড়া গীর্জার সভাপতি আরদৌ লিয়ান পাংখোয়া। এর আগে ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন মিলনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কেপিএম প্রকৌশলী স্বপন কুমার সরকার, এসআই ফারুক, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর, আ’লীগ নেতা নুর উল্লাহ ভূঁইয়া, উপজেলা আ’লীগ সভানেত্রী মানোয়ার জাহানসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন।