মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥
বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধা ৮টার পর সরকারি নির্দেশনা মোতাবেক দোকানপাট বন্ধ (নির্দেশার বাইরের প্রতিষ্ঠান) রাখার নির্দেশনা অমান্য করায় মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতে চার দোকানিকে ১ হাজার টাকা করে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার পর দোকান খোলা রেখে সরকারি আদেশ অমান্য করায় উপজেলার হাসপাতাল গেইট ও বাজারের চার দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।এ সময় আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিয়া উদ্দিনসহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।