কাপ্তাইয়ে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক রাজেশ ভট্রাচার্য এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ। আরোও বক্তব্য রাখেন, কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, শহীদ শামসুউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, একাডেমী সুপারভাইজার সোশেল চাকমা প্রমূখ।
প্রতিযোগিতায় ফুটবল বালকের ফাইনালে চ্যাম্পিয়ন হয়, বড়ইছড়ি কর্ণফুলী নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় চিৎমরম উচ্চ বিদ্যালয়, ফুটবলে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়।
হ্যান্ডবলের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবলের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়।