[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে সম্প্রীতি সমাবেশ সভা

১৫৮

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ধর্মের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠার, ছাত্র-,শিক্ষক সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার জনগণকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়াগয় পাড়া ঘিলাফুল লাইব্রেরী মিলনায়তনে সম্প্রতি সমাবেশ আয়োজন করা হয়।

এসময় আলেক্ষ্যং ইউপি সচিব উবাথোয়াই মারমা সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক নেপাল কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন জামাচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা তঞ্চঙ্গ্যা, ৯নং ওয়ার্ড মেম্বার ভারতসেন তঞ্চঙ্গ্যা, ইউপি মেম্বার মংক্যউ মারমা, অংসিংনু মারমা, মহিলা মেম্বার অঞ্জনা তঞ্চঙ্গ্যা, সাংবাদিক হ্লাছোহ্রী মারমা সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময়ে বক্তরা বলেন, রোয়াংছড়ি উপজেলায় এখনও সম্প্রীতি বজায় রেখে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ধর্মবলম্বীরা একই পাড়াতে মিলিতভাবে বসবাস করে আসছে। কোন অপ্রীতিকর সংঘাত, হানাহানি,দুর্ঘটনা এপযর্ন্ত হয়নি।

আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, সম্প্রীতি বজায় রাখার জন্য সকল সম্প্রদায়কে ইউনিয়ন পরিষদ থেকে যে সকল সরকারের সুযোগ-সুবিধাগুলো পায় এগুলো সমানভাবে ভাগবন্টন করে দিয়ে থাকি। যেনো কেউ বলতে পারবে না কোন ঘরে সরকার থেকে দেওয়া ভোগ করিনাই।