মানিকছড়িতে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বড়ডলু পূর্বানি ক্লাব
॥ মোঃ ইসমাই হোসেন, মানিকছড়ি ॥
বড়ডলু পূর্বানি ক্লাবের পৃষ্ঠপোষকতায় বন্ধু মহল কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বড়ডলু পূর্বানি ক্লাব। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বড়ডলু উচ্চ বিদ্যালয় মাঠে বড়ডলু পূর্বানি ক্লাব একাদশ এবং তিনটহরী শিবির একাদশ’র মধ্যকার ফাইনাল খেলা তিনটহরী শিবির একাদশকে ১-০ গোলে বড়ডলু পূর্বানি ক্লাব একাদশ পারজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন রুবেল’র সঞ্চালনায় খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, তিনটহরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কৃষকলীগের সভাপতি মোঃ শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বানি ক্লাবের সাচিং চৌধুরী সুজন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছে। ম্যাচসেরা হয়েছেন সাইমন মারমা।