রোয়াংছড়িতে নবজাতক শিশুকে উপহার তুলে দিলেন ইউএনও
॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪৫ দিন ভিতরে জন্ম নিবন্ধন করায় নবজাতক শিশুকে প্রশাসনের পক্ষ থেকে উপহার তুলে দিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১.০০ ঘটিকায় সময়ে রোয়াংছড়ি চাইগাডং পাড়ানিবাসী নবজাতক শিশু ডঃছাইউ মারমা, পিতা উবোসিং মারমা, মাতা শৈসিংমে মারমা এর জন্ম ৪৫ দিন ভিতরে ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন করায় তার হাতে বিনা মূল্য নতুন জন্ম নিবন্ধন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন।
এ সময়ে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ইউপি সচিব লিটন দত্ত, ইউপি মেম্বার অংশৈচিং মারমা, সংরক্ষিত মহিলা মেম্বার থুইসাংপ্রু মারমা, ৩নং ওয়ার্ড মেম্বার উসাইচিং মারমা, উদ্যোক্তা মংক্যাইনু মারমা।