বরকল ৪৫ বিজিবি জোন এর পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হলো ফটোকপি মেশিন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে উপজেলায় ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) এর সৌজন্যে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কে একটি ফটোকপি মেশিন দেয়া হয়েছে। প্রশাসনিক ও শিক্ষার্থীদের শিক্ষা কাজে সহায়তার জন্য এটি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে সম্মেলন কক্ষ অবকাশ এ প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা এর হাতে ফটোকপি মেশিন হস্তান্তর করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল।
এসময় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বাসরিকা দেওয়ান ও ৪৫ বিজিবি জোনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।