দীঘিনালায় পোনামাছ অবমুক্তকরণ ও বিতরন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় জলাশয়, প্লাবন ভূমি, বর্ষায় প্লাবিত ধান ক্ষেত ও সরকারি- বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ হয়েছে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরের পুকুরের পোনামাছ অবমুক্ত করেন এবং পোনামাছ বিতরন উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মৎস্য আহবায়ক মিস শতরূপা চাকমা, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড.মইন উদ্দিন আহম্মদ, খাগড়াছড়ি হ্যচারী ম্যানেজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা রির্সোস সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মাইন উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি ককর্মকর্তা শাহ মোঃ মোফাচ্ছের, দীঘিনালা ও বোয়ালখালী বাজার চৌধুরী জেসমিন চৌধুরী।
পরে উপজেলার বাবুছাড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয় এসময় উপস্থিত ছিলেন, বাবুছাড়া ৭বিজিবি উপ- অধিনায়ক মেজর মোঃ ইকবাল আক্তার। বাঘাইহাট ৫৪বিজিবি ব্যাটালিয়ন এর জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। সুসময় কার্বারী পড়া সমিতি‘র পুকুরে মাছেন পোনা অবমুক্ত করাসহ ১৪টি জলাশয়, প্লাবন ভূমি, বর্ষায় প্লাবিত ধান ক্ষেত ও সরকারি- বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১শত৭৫কেজি মাছের পোনা অবমুক্ত ও বিতরন করা হয়।