[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শতক জায়গা বেদখলবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হেডম্যান মংথোয়াইলা এর বিরুদ্ধে নানান অভিযোগকামাল হোসেন ছিলেন একজন অকুতোভয় নির্ভীক সাংবাদিকবান্দরবানের থানচিতে হেডম্যান পাড়ার কালভার্ট গ্রামবাসীদের মরণফাঁদরাঙ্গামাটির রাজস্থলীতে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত জনগনের মাঝে ক্ষোভকাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ আর নেইচট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রাঙ্গামাটির দুই থানা পরিদর্শনগণতন্ত্রের পুনরুদ্ধারে জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মী আর পিছ পা হবে নারাঙ্গামাটির বাঘাইছড়িতে মোবাইল নেটওয়ার্ক নিয়ে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারাদুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা জরুরি
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে প্রাথমিক বিদ্যালয়ের মা ও অভিভাবক সমাবেশ

১২৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলাধীন ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সম্মানিত শিক্ষক মোঃ আবু তাহের ও সহকারী শিক্ষক সোলতান মাহমুদ মাসুম এর সঞ্চালনায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মেহরুবা ইসলাম।

মা ও অভিভাবক সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোতাকাব্বির হোসেন,উপজেলা ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর,বীর মুক্তি যোদ্ধা আবদুল মান্নান,মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আলীকদম মৌজার হেডম্যান অংহ্লাচিং মার্মা,সাবেক প্যানেল চেয়ারম্যান শফিউল আলম,মংচিং হেডম্যান পাড়া কারবারি অংশৈ প্রু মার্মা,সহকারি শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন,সহকারি শিক্ষক যাকোব ত্রিপুরাসহ বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ট সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। সভ্য সমাজ, সুন্দর জাতি ও উন্নত দেশ গঠনে একজন সুশিক্ষিত মায়ের কোন বিকল্প নেই। সন্তান জন্মের পর থেকে তার লালন পালন করার জন্য সবার আগে দরকার তার মাকে। মায়ের কাছ থেকেই সন্তান প্রথম শিক্ষা গ্রহণ করে তাই প্রত্যেক মা তার সন্তানের প্রথম শিক্ষক,প্রথম স্কুল। মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তান অবশ্যই শিক্ষিত হবে। আর সেই সন্তানরাই পরবর্তীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিষ্টার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবে। অত্র বিদ্যালয়ের সকল ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। আর সে লক্ষ্যে পৌঁছাতে পারলেই আলীকদম ডিজিটাল উপজেলা তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন স্বার্থক হবে।