গুইমারায় সিএনজি চালক ও মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি মোঃ ফোরকান,সম্পাদক মোঃ নুরুল ওহাব
॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
গুইমারা উপজেলা সিএনজি চালক ও মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সোমবার(০৫সেপ্টেম্বর)সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়াম হল কক্ষে ভোট গ্রহণ চলে। নির্বাচন চলাকালে কোনো বিশৃংখলার ঘটনা সংগঠিত হয়নি। নির্বাচনকে সুষ্ঠ-শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পুলিশ মোতায়েন ছিল।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৬০ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৫৩ জন। এ নির্বাচনে সভাপতি প্রার্থী মোঃ ফোরকান আলী ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ সভাপতি পদে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল ওহাব ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত,যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মহিউদ্দিন ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন, কোষাধ্যক্ষ প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন, লাইন সম্পাদক প্রার্থী মোঃ নেজাম উদ্দিন সুমন ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন, সম্মানিত সদস্য পদে ১নং মোঃ মর্তুজা মিয়া ১১৬ ভোট ২নং কাজী মোঃ নুর নবী সোহেল ১১৩ ভোট এবং ৩নং মোঃ ছিদ্দিক আলী ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন সমাজসেবা কর্মকর্তা মোঃ আমানউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা নির্বাচন পরিচালনা কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী,জনপ্রতিনিধি, সাংবাদিক সহ নির্বাচিত সকলকে অভিনন্দন জানান।