[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শতক জায়গা বেদখলবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হেডম্যান মংথোয়াইলা এর বিরুদ্ধে নানান অভিযোগকামাল হোসেন ছিলেন একজন অকুতোভয় নির্ভীক সাংবাদিকবান্দরবানের থানচিতে হেডম্যান পাড়ার কালভার্ট গ্রামবাসীদের মরণফাঁদরাঙ্গামাটির রাজস্থলীতে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত জনগনের মাঝে ক্ষোভকাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ আর নেইচট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রাঙ্গামাটির দুই থানা পরিদর্শনগণতন্ত্রের পুনরুদ্ধারে জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মী আর পিছ পা হবে নারাঙ্গামাটির বাঘাইছড়িতে মোবাইল নেটওয়ার্ক নিয়ে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারাদুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা জরুরি
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে চোরাই কাঠ পাচারকালে গাড়ি ভর্তি সেগুন গাছ জব্দ

১২৮

॥ আকাশ মারমা মংসিং বান্দরবান ॥

বান্দরবানের পাচারকালে (মাহিন্দ্রা) গাড়ি ভর্তি চোরাই সেগুনকাঠ জব্দ করেছে বন বিভাগ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বান্দরবান হাফেজঘোনা এলাকায় রুমা ষ্টেশন সংলগ্ন ব্রিজের মাথা থেকে এসব গাছসহ বহনকৃর্ত গাড়িটিও জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, চোরা কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় বনবিভাগ। পরে অভিযান চালিয়ে লড়িতে থাকা প্রায় ৬০-৭০ টি চোরা সেগুন গাছ ও একটি লড়ি জব্দ করা হয়েছে। পাচাকারী কাউকে আটক করতে পারেনি।

 

বান্দরবান সদর রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে সদর এলাকার থেকে চোরা গাছ ও একটি গাড়ি জব্দ করা হয়েছে। বর্তমানে বিভাগীয় অফিসে মজুদ রাখা আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।