বান্দরবানে চোরাই কাঠ পাচারকালে গাড়ি ভর্তি সেগুন গাছ জব্দ
॥ আকাশ মারমা মংসিং বান্দরবান ॥
বান্দরবানের পাচারকালে (মাহিন্দ্রা) গাড়ি ভর্তি চোরাই সেগুনকাঠ জব্দ করেছে বন বিভাগ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বান্দরবান হাফেজঘোনা এলাকায় রুমা ষ্টেশন সংলগ্ন ব্রিজের মাথা থেকে এসব গাছসহ বহনকৃর্ত গাড়িটিও জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, চোরা কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় বনবিভাগ। পরে অভিযান চালিয়ে লড়িতে থাকা প্রায় ৬০-৭০ টি চোরা সেগুন গাছ ও একটি লড়ি জব্দ করা হয়েছে। পাচাকারী কাউকে আটক করতে পারেনি।
বান্দরবান সদর রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে সদর এলাকার থেকে চোরা গাছ ও একটি গাড়ি জব্দ করা হয়েছে। বর্তমানে বিভাগীয় অফিসে মজুদ রাখা আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।