[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত, নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার

১০১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের রাঙ্গামাটিতে বুধবারের সভা স্থগিত করায় পার্বত্য নাগরিক পরিষদের ডাকা অবরোধ কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধ কর্মসূচী পালন করে আসছিল। কমিশনের সভা স্থগিত করায় বিকাল ৩ঘটিকা থেকে অবরোধ প্রত্যাহার করে নেয় বলে নিশ্চিত করেন পার্বত্য নাগরিক পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ সোলায়মান।

পার্বত্য নাগরিক পরিষদ সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের একতরফা সিদ্ধান্তের কারণে পার্বত্য অঞ্চলে বাঙালিদের অধিকার খর্ব হবে। কমিশনের বাঙালিদের প্রতিনিধিত্ব না রাখার কারণে নাগরিক পরিষদ ক্ষুব্ধ প্রতিক্রয়া জানান। কমিশনের একতরফা সিদ্ধান্তে এখানে বাঙালিরা ভূমিহারা হবে বলে উল্লেখ করেন। রাঙ্গামাটিতে ভূমি কমিশনের ৭ সেপ্টেম্বর সভা আহব্বান করলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মঙ্গলবার ও বুধবার অবরোধ কর্মসূচী ডাক দেয়। পরে মঙ্গলবার কর্মসূচী চলাকালীন সময় কমিশনের সভা স্থগিত করা হয়েছে বলে জানানো হলে নাগরিক পরিষদও তাদের অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেয়।

এদিকে ভূমি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজাম উদ্দিন, মঙ্গলবার এক চিঠিতে জানানো হয় কমিশনের বুধবারের সভা স্থগিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ‘পার্বত্য নাগরিক পরিষদ’ এর ৬ ও ৭ সেপ্টেম্বর হরতাল আহ্বান করায় পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় এবং অন্যান্য সদস্যদেরও অনুরোধের প্রেক্ষিতে কমিশনের বুধবারের সভা স্থগিত করা হলো। পরবর্তী তারিখ জানানো হবে।