বরকলে গ্রামীণ দুঃস্থ মহিলার মাঝে ভিজিডি চাল বিতরণ
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় দূর্গম আইমাছড়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারী গ্রামীণ দুঃস্থ মহিলার মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। সোমবার ৫ সেপ্টেম্বর সকালে উপজেলার খাদ্য গুদাম ঘাটে এসব চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা।
ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন,গ্রামীণ দুঃস্থ মহিলাদের প্রতি দুমাস পর প্রতি জন ৩০কেজি করে ৬০কেজি চাল দেয়া হয়। প্রতিবারের ন্যায় এবারও ২৭৫জন কার্ডধারী দুঃস্থ নারীকে চাল দেয়া হয়েছে।আশা করি তাদের খাদ্য নিরাপত্তাহীনতা ও পারিবারিক সমস্যা নিরসনে ভূমিকা রাখবে।
এসময় আইমাছড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।