[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাজস্থলীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতদীঘিনালায় স্কুল শিক্ষার্থীদের মাঝে ৯শত চারা বিতরণ করা হবেপানছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতলংগদুতে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভারাঙ্গামাটির লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে মতবিনিময় সভামানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দরাবিপ্রবির শিক্ষক সংকট অনেকটাই নিরসন হয়েছে: ভাইস চ্যান্সেলররাঙ্গামাটিতে ব্যবসায়ীর ত্রি-খণ্ডিত লাশ উদ্ধার, ঘাতক স্বামী-স্ত্রী ফেফতারবান্দরবানের লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুনবান্দরবানে রাতের অন্ধকারে জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুর
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে ভারতীয় কম্বল ও মাদকসহ আটক ৪

৬২৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি থেকে দেশীয় তৈরি মদ ও ভারতীয় কম্বল, ভারতীয় টেলকম পাউডার, ভারতীয় ক্যাটবেরি চকলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অফিযান চালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ফোরস্টার ট্রান্সপোর্টের গাটি মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকায় পৌছলে গাড়ির গতি রোধ করে ৯১পিস ভারতীয় কম্বল, ৫০০ পিস (কৌটা) ভারতীয় টেলকম পাউডার ও ৭৫ প্যাকেট ক্যাটবেরি চকলেটসহ ৩জনকে আটক করে পুলিশ। এ সময় মালামাল বহণকারী কাভার্ট ভ্যানটিও জব্দ করা হয়।

এ সময় তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার খাপুয়া থানার ভাঙ্গুরা বাজার এলাকার আরিফ মিয়া (৩২), একই এলাকার ইমন মিয়া (১৯) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন জালিয়াপাড়া এলাকার মোঃ নুর মোহাম্মদ’র ছেলে আব্দুল্লাহ আল নোমান। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে একই দিন সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার মহামুনি সিএনজি স্টেশন থেকে ২৬ লিটার দেশিয় তৈরি মদসহ সীমা ত্রিপুরা (৩৫) নামের এক মহিলাকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার বাইবোন ছাড়া ইউনিয়নের গাছবন এলাকার দুলন সেন’র স্ত্রী বলে জানা গেছে। তার বিরুদ্ধেও মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি জেলার বাইনবোন ছাড়া ইউনিয়নের গাছবন এলাকার দুলন সেনের স্ত্রী সীমা ত্রিপুরা দেশিয় তৈরি মদ নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মহামুনির সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়। অন্যদিকে রাত পৌনে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে ফোর স্টার ট্রান্সপোর্টে করে ভারতীয় কম্বোলসহ বেশ কিছু মালামাল চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোদারপাড় এলাকায় গাড়ির গতিরোধ করে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ভারতীয় কম্বল, টেলকম পাউডার, ক্যাটবেরি চকলেটসহ কাভার্ট ভ্যানটিকে আটক করে পুলিশ।

মামলার আইইউ এসআই শংকর মজুমদার জানান, সাপ্তাহ ব্যাপী মাদক, চোরাচালান ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারে ব্যাপারে বিশেষ অভিযার চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধায় দেশীয় তৈরি মদসহ এক মহিলাকে ও রাত পৌনে নয়টার দিকে ভারতীয় কম্বল, টেলকম পাউডার, ভারতীয় কেটব্যারি চকলেট ও মালামাল বহণকারী ট্রান্সপোর্টের কাভার্টভ্যানসহ তিনজনকে আটক করেছে দায়িত্বরত এসআই মোঃ আওলাদ হোসেন, এএসআই মোঃ শোহেলসহ সঙ্গীয় ফোর্স। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হায়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ শাহানূর আলম জানান, মাদক, চোরাচালান ও ওয়ারেন্টভূক্ত আসামীদের আটক করতে সাপ্তাহ ব্যাপী আমাদের বিশেষ অভিযান চলছে।