[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে ভারতীয় কম্বল ও মাদকসহ আটক ৪

৬২১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি থেকে দেশীয় তৈরি মদ ও ভারতীয় কম্বল, ভারতীয় টেলকম পাউডার, ভারতীয় ক্যাটবেরি চকলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অফিযান চালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ফোরস্টার ট্রান্সপোর্টের গাটি মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকায় পৌছলে গাড়ির গতি রোধ করে ৯১পিস ভারতীয় কম্বল, ৫০০ পিস (কৌটা) ভারতীয় টেলকম পাউডার ও ৭৫ প্যাকেট ক্যাটবেরি চকলেটসহ ৩জনকে আটক করে পুলিশ। এ সময় মালামাল বহণকারী কাভার্ট ভ্যানটিও জব্দ করা হয়।

এ সময় তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার খাপুয়া থানার ভাঙ্গুরা বাজার এলাকার আরিফ মিয়া (৩২), একই এলাকার ইমন মিয়া (১৯) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন জালিয়াপাড়া এলাকার মোঃ নুর মোহাম্মদ’র ছেলে আব্দুল্লাহ আল নোমান। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে একই দিন সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার মহামুনি সিএনজি স্টেশন থেকে ২৬ লিটার দেশিয় তৈরি মদসহ সীমা ত্রিপুরা (৩৫) নামের এক মহিলাকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার বাইবোন ছাড়া ইউনিয়নের গাছবন এলাকার দুলন সেন’র স্ত্রী বলে জানা গেছে। তার বিরুদ্ধেও মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি জেলার বাইনবোন ছাড়া ইউনিয়নের গাছবন এলাকার দুলন সেনের স্ত্রী সীমা ত্রিপুরা দেশিয় তৈরি মদ নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মহামুনির সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়। অন্যদিকে রাত পৌনে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে ফোর স্টার ট্রান্সপোর্টে করে ভারতীয় কম্বোলসহ বেশ কিছু মালামাল চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোদারপাড় এলাকায় গাড়ির গতিরোধ করে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ভারতীয় কম্বল, টেলকম পাউডার, ক্যাটবেরি চকলেটসহ কাভার্ট ভ্যানটিকে আটক করে পুলিশ।

মামলার আইইউ এসআই শংকর মজুমদার জানান, সাপ্তাহ ব্যাপী মাদক, চোরাচালান ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারে ব্যাপারে বিশেষ অভিযার চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধায় দেশীয় তৈরি মদসহ এক মহিলাকে ও রাত পৌনে নয়টার দিকে ভারতীয় কম্বল, টেলকম পাউডার, ভারতীয় কেটব্যারি চকলেট ও মালামাল বহণকারী ট্রান্সপোর্টের কাভার্টভ্যানসহ তিনজনকে আটক করেছে দায়িত্বরত এসআই মোঃ আওলাদ হোসেন, এএসআই মোঃ শোহেলসহ সঙ্গীয় ফোর্স। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হায়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ শাহানূর আলম জানান, মাদক, চোরাচালান ও ওয়ারেন্টভূক্ত আসামীদের আটক করতে সাপ্তাহ ব্যাপী আমাদের বিশেষ অভিযান চলছে।