[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

সড়কে গাছকেটে ও টায়ার জ্বালিয়ে ইউপিডিএফ’র সড়ক অবরোধের প্রতিবাদে

মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’র প্রতিবাদ মিছিল ও পথসভা

৬৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

পাহাড়েরর আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ’র ডাকা আধাঁবেলা সড়ক অবরোধ শেষ হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানিকছড়ি উপজেলার পিছলাতলা এলাকার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে গাছের গুড়ি ফেলে পেট্রোল দিয়ে আগুন দেয় সমর্থকরা এবং মানিকছড়ি কলেজের সামনে গাছ কেটে সড়ক অবরোধ করে তারা। এদিকে ইউপিডিএফ’র (প্রসীত গ্রুপ) ডাকা আধাবেলা সড়ক অবরোধের প্রতিবাদে মানিকছড়িতে প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মানিকছড়ি কলেজ শাখা।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ শাখার সভাপতি মোঃ মনির হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন ইমন’র নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি কলেজ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আমতল মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা ইউপিডিএফ, জেএসএসসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন গুলোর সন্ত্রাসী কার্যক্রম বন্ধের হুশিয়ারী দেন। অন্যথায় তিন পার্বত্য জেলায় নিরিহ, নির্যাতিত, লাঞ্চিত মানুষ যদি পথে নামে তাহলে এর পরিনাম কিন্তু ভালো হবে না বলেও হুশিয়ারীদেন তারা। তারা আরও বলেন, আমরা যদি রাজপথে নামি তাহলে আপনাদের মত সন্ত্রাসীদের আর খুঁজে পাওয়া যাবে না। তাই আপনাদের সকল নৈরাজ্য বন্ধ করুন।

প্রসঙ্গত, খাগড়াছড়ির গুইমারায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সংগঠনক অংথই মারমা ওরফে আগুন হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, লক্ষীছড়ি ও রামগড়ে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি আজ।