কাপ্তাইয়ে পুজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন
দীপক কুমার ভট্টাচার্য সভাপতি ও প্রিয়তোষ ধর সম্পাদক নির্বাচিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, কাপ্তাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩ টা হতে সন্ধ্যা ৬ কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে পুনরায় দীপক কুমার ভট্টাচার্য সভাপতি এবং প্রিয়তোষ ধর পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছ। এছাড়া সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত এবং উত্তম মল্লিক অর্থ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সাধারণ সভা ডেকে ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি করবেন বলে সভায় জানানো হয়।
এর আগে দীপক কুমার ভট্টাচার্য সভাপতিত্বে সাংগঠিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা চন্দ্রঘোনা কেপিএম লিমিটেডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, উপদেষ্টা ব্যাংকার বাবুল কান্তি দে, সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, অজয় সেন ধনা ও সন্তোষ কুমার দাশ, বর্তমান সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু প্রমুখ।