দেশবিরোধী বিএনপি জামাতের নৈরাজ্য, তান্ডব ও হামলার প্রতিবাদে
খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
দেশবিরোধী বিএনপি জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কমূসূচি অংশ হিসেবে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩সেপ্টেম্বর) সকালে যুবলীগের জেলা শাখার সাধারণ সাধারণ সম্পাদক কে. এম ইসমাইল হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলার দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সালেহ আহম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক নুর হোসেন চৌধুরী, উপ দপ্তর সম্পাদক মোঃ নুরুল আজম, সদস্য শামিম চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কৃষক লীগের আহবায়ক পিন্টু আচার্য, সদস্য সচিব খোকন চাকমা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টিকো চাকমাসহ জেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।