নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অনন্য উদ্যোগ
লামায় ক্ষুদে শিক্ষার্থীদের আলোঘর “শেখ রাসেল বুক কর্ণার
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
শেখ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বরুপ লামার ‘নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে’ স্থাপন করা হয়েছে “শেখ রাসেল বুক কর্ণার”। শিশুদের অন্যান্য গুনাবলি অর্জনের পাশাপাশি শেখ রাসেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শ শিশু ও নাগরিক হতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মোঃ জাহেদ সারোয়ার।
স্কুলের সহকারী শিক্ষক পলাশ সৌরভ বড়ুয়া বলেন, ১৯৭৫ এর ১৫ আগষ্ট মাত্র ১০ বছর বয়সে শেখ রাসেল’কে প্রাণদিতে হয়ে ছিল ঘাতকদের হাতে। শেখ রাসেল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। সেই দায়বোধ ও সরকারি নির্দেশনা থেকে আমরা গুরুত্বের সঙ্গে এটি করেছি। লাইব্রেরিতে ‘মূলত শিশুতোষ বই থাকবে। শিশু একাডেমির যেসব বই রয়েছে সেগুলো রাখা হবে।’ প্রতিদিন বিদ্যালয়ের বাচ্চারা লাইব্রেরিতে আসে এবং কিছুটা সময় তারা বইয়ের সাথে কাটায়।
লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বুক কর্ণারের মতোই লামা উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল বুক কর্নার স্থাপন করা হয়েছে। নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের “শেখ রাসেল বুক কর্ণার” সকলের নজর কেড়েছে।