[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন জানিয়েছেন বাজার কমিটি

১৬৯

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকল উপজেলার বরকল বাজারের ছড়া(জলাধার) দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসক(বাজার ফান্ড প্রশাসন) ও জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে আবেদন জানিয়েছেন বরকল বজার কমিটির কর্তৃপক্ষ।

গত ৩১ আগস্ট বরকল বাজার চৌধুরী স্বাক্ষরে বরকল উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দকে অনুলিপি পেশ করে ছড়ার উপর দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আবেদন জানানো হয়।

তিনি আবেদনে উল্লেখ করেন যে,রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার বরকল বাজার চৌহদ্দির অন্তর্ভুক্ত পূর্ব ও পশ্চিম দিকে ২টি ছড়া রয়েছে। তৎমধ্যে পূর্ব দিকের ছড়াটি আংশিক দখল ও পশ্চিম দিকের ছড়াটি প্রায় দখল হওয়ার পথে বা হচ্ছে। তিনি বাজার চৌধুরী হিসেবে কমিটির পক্ষ থেকে বারংবার বাঁধা (নিষেধ) করা স্বত্বেও অবৈধ দখলকারীরা বাসাবাড়ি নির্মাণ করেছে। তার জানামতে ছড়ার উপর বাসাবাড়ি নির্মাণ বা বন্দোবস্তী দেয়া যায় না। তাই বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে বাজার ফান্ড প্রশাসন হতে সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট অফিসের বাজার ফান্ড ইন্সপেক্টরকে নির্দেশ প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন প্রার্থনা করেছেন বাজার চৌধুরী উদয়ন চাকমা।