বরকলে অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন জানিয়েছেন বাজার কমিটি
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকল উপজেলার বরকল বাজারের ছড়া(জলাধার) দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসক(বাজার ফান্ড প্রশাসন) ও জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে আবেদন জানিয়েছেন বরকল বজার কমিটির কর্তৃপক্ষ।
গত ৩১ আগস্ট বরকল বাজার চৌধুরী স্বাক্ষরে বরকল উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দকে অনুলিপি পেশ করে ছড়ার উপর দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আবেদন জানানো হয়।
তিনি আবেদনে উল্লেখ করেন যে,রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার বরকল বাজার চৌহদ্দির অন্তর্ভুক্ত পূর্ব ও পশ্চিম দিকে ২টি ছড়া রয়েছে। তৎমধ্যে পূর্ব দিকের ছড়াটি আংশিক দখল ও পশ্চিম দিকের ছড়াটি প্রায় দখল হওয়ার পথে বা হচ্ছে। তিনি বাজার চৌধুরী হিসেবে কমিটির পক্ষ থেকে বারংবার বাঁধা (নিষেধ) করা স্বত্বেও অবৈধ দখলকারীরা বাসাবাড়ি নির্মাণ করেছে। তার জানামতে ছড়ার উপর বাসাবাড়ি নির্মাণ বা বন্দোবস্তী দেয়া যায় না। তাই বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে বাজার ফান্ড প্রশাসন হতে সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট অফিসের বাজার ফান্ড ইন্সপেক্টরকে নির্দেশ প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন প্রার্থনা করেছেন বাজার চৌধুরী উদয়ন চাকমা।