[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগার এর আত্ম-প্রকাশ

৮২

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ॥

“বইয়ের সাথে প্রেম করেছি, বই জীবনের সই- বইয়ের সাথে জীবনযাপন, বই সাধনার মই” এই স্লোগানকে ব্রত করে বান্দরবানের আলীকদমে আত্ম-প্রকাশ করেছে ‘বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগারের’। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় আলীকদম উপজেলার রেপারপাড়া বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সংগঠনটির আত্ম-প্রকাশ ও নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সময বড়ুয়া, যুগ্ন সম্পাদক ইঞ্জিঃ মিজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উনুমং মার্মা। সংগঠনের সাধারণ সম্পাদক দূর্জয় ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম.ডি জিয়াবুল (প্রতিষ্ঠাতা সভাপতি) বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগার।

বক্তারা বলেন, ভাষা, শব্দের সৌন্দর্য আর জীবনের আবেগ অনুভূতির গভীরতা উপলব্ধি করতে বইয়ের কোন বিকল্প নেই। মানুষের সর্বোত্তম বন্ধু কে? কোনো রাখঢাক ছাড়াই এককথায় বলা অসঙ্গত হবে না যে, বই মানুষের শ্রেষ্ঠতম বন্ধু। বই মানুষের সরব শুভাকাক্সক্ষী, সুহৃদ, সাহায্যকারী। বই-ই মানুষের প্রাণপ্রিয় বন্ধু, ইয়ার, সব সময়ের সঙ্গী। পারসি কবি, দার্শনিক ও গণিতবিদ ওমর খৈয়াম বলেছেন, ‘রুটি, মদ ফুরিয়ে যাবে। প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে। কিন্তু একখানা বই অনন্ত যৌবনা। যদি তেমন বই হয়।’

বই শুধু ছাত্র-শিক্ষকদের জন্য নয়, সব বয়সী মানুষের জন্য। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সবার জন্য বই। সব শ্রেণি-পেশার মানুষের জন্য বই। নিঃসঙ্গতার প্রকৃত সাথী বই। জীবনকে সুন্দরভাবে সাজাতে, জীবনের লক্ষ্য অর্জনে, উন্নত জীবন গড়তে বইয়ের বিকল্প নেই। ডিজিটাল বা অনলাইনের নামে মুদ্রিত বই থেকে দূরে থাকার সুযোগ সীমিত। ডিজিটালাইজ্ড প্রক্রিয়া নৈতিক জীবনের কোনো উপকারে আসবে না। একমাত্র বই-ই মহৎ জীবনের সহায়ক হবে। আর সেই বইয়ের সমারোহ ও সংগ্রহে ‘বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগার’ এর আত্ম-প্রকাশ। তাই আসুন সবাই বেশি বেশি বই কিনি, বই পড়ি। বই পড়ে বা বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না।