[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে খোলা বাজার চাল বিক্রয় কেন্দ্র “ওএমএস” উদ্বোধন

৮১

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে খাদ্য শস্যের বাজার দর ঊধর্গতির প্রবনতা রোধ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য অধিদপ্তর কতৃর্ক পরিচালিত “খোলা বাজারে চাল বিক্রয়” (ওএমএস) কার্যক্রমে শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকালে রোয়াংছড়ি বাজারে ওএমএস কাযর্ক্রমে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

এ কার্যক্রমের আওতায় ব্যাপক চাহিদার ভিক্তিতে খাদ্য বিভাগের নির্ধারিত ওএমএস ডিলার শৈথোয়াই মং মার্মা (সুমন) কে নিয়োগ করে ২ টন করে বরাদ্দ দেওয়া হয়েছে। ১সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শুক্রবার ও শনিবার ব্যতীত সপ্তাহে ০৫ দিন এবং মাসে ২২ দিন মোট তিন মাস ব্যাপী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত খোলা বাজারে বিক্রয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।

এতে ভোক্তারা প্রতি কেজি ৩০টাকা দরে জনপ্রতি ৫কেজি করে চাল ক্রয় করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, সাবেক চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি চহ্লামং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসাদুজ্জামান, ইউপি মেম্বার অংশৈচিং মারমা, ইউপি মেম্বার উসাইচিং মারমাসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।