রাঙ্গামাটিতে কেজি প্রতি ১৫ টাকা দরে চাল বিক্রি শুরু
॥ মোঃ আরিফুর রহমান ॥
নিম্ন আয়ের জনগোষ্ঠীর সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখতে সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও ওএমএস, টিসিবি এবং ১৫ টাকা দরে ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি স্টেডিয়ামে ওএমএস ও টিসিবি এবং সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে কেজি প্রতি ১৫ টাকা দরে খাদ্য বান্ধব কর্মসূচী কার্যক্রমের উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান হোসাইনি।
এ কার্যক্রমের উদ্বোধনকালে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান হোসাইনি বলেন, বাজারদর স্থিতিশীল রাখতে সারাদেশে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচী আওতায় সরকার ডিলারদের মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে। এটি একটি জনবান্ধব কর্মসূচী এবং এ কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন প্রমূখ। পরে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ ঊর্ধতন কর্মকর্তারা শহরের বিভিন্ন ডিলারদের দোকানে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে ৫ দিন ২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু।
এর আগে বুধবার রাঙামাটি জেলা প্রশাসনের উদোগে ওএমএস ও টিসিবি’র কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় সংক্রান্ত সমন্বয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশে কোন খাদ্য ঘাটতি নেই। সরকার অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখতে ওএমএস চাল বিক্রি শুরু হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে ৫ দিন ২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। তিনি জানান, কেউ চাল বিক্রি কার্যক্রম নিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না।