মাটিরাঙ্গায় তিনটি ওএমএস ডিলার পয়েন্টের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
ঊর্ধ্বমুখী চালের বাজার থেকে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস ডিলার পয়েন্টগুলোতে সরকার কর্তৃক নির্ধারিত ৩০ টাকা কেজি মূল্যের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকালে মাটিরাঙ্গা পৌরসভার তিনটি ডিলার পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীরা বাজারে চাল কিনতে না গেলে স্বাভাবিকভাবেই চালের দাম কমে আসবে বলে তিনি মনে করেন।
সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে প্রতি পরিবারের প্রধান মাথাপিছু ৫ কেজি করে এ সব ডিলার পয়েন্ট থেকে চাল ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন তদারকি কর্মকর্তা। এসময় ডিলার মোঃ মনির হোসন, মোঃ আবুল কালাম ও মোঃ অহিদুল ইসলামসহ অফিসারগণ উপস্থিত ছিলেন।