[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে ও.এম.এস চাল বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

১৩৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

সারা দেশের ন্যায় রাঙ্গামাটি বরকলে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল(ও.এম.এস অর্থাৎ ওপেন মার্কেট সেলস) বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বরকল বাজারে বীরজয় চাকমা(ডিলার) ও জ্ঞান কুমার চাকমা(ডিলার) এর বিক্রয় কেন্দ্রে ও.এম.এস চাল বিক্রয় কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করেন রাঙ্গামাটি সদর উপজেলা ও বরকল (অতিরিক্ত দায়িত্বে)নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন।

উপকারভোগী ত্রিদিপ চাকমা বলেন,সরকারের উদ্যোগে সাশ্রয়ী মূল্য আমি একজন সাধারণ মানুষ হিসেবে যে সুবিধা পাচ্ছি তাতেই খুশি এবং সরকারের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।

স্থানীয় আরও এক উপকারভোগী ফিরোজা বেগম বেলন,সরকারের উদ্যোগে ৩০ টাকা দরের যে চাল দেয়া হচ্ছে তা আমদের মতো গরীবের জন্য সুবিধা হয়েছ। তাছাড়া বাজারদরের চেয়ে অনেক দাম কম।এ সুবিধা পেয়ে আমি খুশি।
বরকল বাজার ও.এম.এস বিক্রয় কেন্দ্রের বীরোজয় চাকমা ও জ্ঞান কুমার চাকমা বলেন,সকাল সাড়ে নয়টা সময়ে গ্রাহকদের ভিড় ছিল। আমাদের ও.এম.এস বিক্রয় কেন্দ্রে ৩০ টাকা দরে চাল পেয়ে গ্রাহকরা যেমনি সন্তুষ্ট তেমনি তাদের সেবা দিয়ে আমরাও মোটামুটিভাবে সন্তুষ্ট। তারা আরও বলেন,সকাল ৯টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দুটো বিক্রয় কেন্দ্রে সাড়ে চারশো অধিক লোক ও.এম.এস চাল ক্রয় করেন।

বরকল উপজেলা খাদ্য উপ-পরিদর্শক নিশান চাকমা বলেন,সারা দেশের ন্যায় বরকলেও ৩০ টাকা দরে প্রতিজন ৫ কেজি করে ৪শ জনকে ওএমএস চাল দেয়া হচ্ছে।সকল শ্রেণির মানুষ এ সুবিধা পাবে। তবে শুক্রবার ও শনিবার ব্যতীত বাকি ৫দিনের মধ্যে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত সময়ের মধ্যে গ্রাহকদের নির্ধারিত কেন্দ্র থেকে মজুদ সাপেক্ষে চাল ক্রয় করতে পারবে।

এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা বলেন,বর্তমান বাজার দরের উর্ধ্বগতি কমিয়ে আনার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী ও.এম.এস(ওপেন মার্কেট সেলস) চাল বিক্রয়ের উদ্যোগটি নিয়েছেন। সকল শ্রেণির মানুষ এ সুবিধাটি পাওয়া অধিকার রয়েছে। তবে টিসিবি কার্ডধারিদের জন্য অগ্রাধিকার রয়েছে। সেই সাথে তিনি বলেন,পূর্বেও এ সেবাটি চালু ছিলো।ঔসময় প্রতিদিন বিক্রয়ের মজুদ অনুমোদন ছিল ১টন। আর বর্তমানে দৈনিক ২টন বিক্রয় মজুদ অনুমোদন রয়েছে। শুক্রবার ও শনিবার ব্যতীত ৫দিন এ সুবিধা পাবে। প্রতি কেজি ৩০ টাকা করে প্রতিজন ৫কেজি করে মোট ৪শ জনের ক্রয় অনুমোদন রয়েছে।আর এ সেবা ৩মাস পর্যন্ত চালু রাখা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,উপজেলা খাদ্য কর্মকর্তা নীল বরন চাকমা,ট্যাগ অফিসার ও সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মোঃ ফজলুল করিম সহ আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার শুভাগমনে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।