কাপ্তাইয়ে মাছ বোঝায় ট্রাক ও তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত -৪
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি সীতারঘাট মাছ বোঝাই ট্রাক-তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪জন গুরুত্বর ভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় শিলছড়ি শীতারঘাট এলাকায় কাপ্তাই -চট্রগ্রাম প্রধান সড়কে এ সংঘর্ষ ঘটনা ঘটে। তেলবাহী গাড়ির (যশোর ট ১১-০১৬০) ও কাপ্তাই হতে মাছ বোঝাই ট্রাক ( পিরোজপুর ন ১১-০০৬৩) নম্বর গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় তেলবাহী ট্রাকের চালক রনি সেন-৩৪ (পিতাঃ আদিনা সেন, গ্রামঃ শান্তিরহাট, ডাক+থানাঃ রাঙ্গুনিয়া, জেলাঃ চট্টগ্রাম) গুরুতর এবং মৎসবাহী ট্রাকের চালক মোঃ আকতার হোসেন-৩৫ (পিতাঃ মৃত আব্দুর রহিম, গ্রামঃ স্বর্ণটিলা, ডাকঃ নতুনবাজার, থানাঃ কাপ্তাই, জেলাঃ রাঙ্গামাটি) আহত হয়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নেয়া হয়েছে।
কাপ্তাই থানার জসিম উদ্দিন (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুখোমুখি সংঘর্ষে চালক এবং হেলপার গুরুতরভাবে আহত হয়েছে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দূর্ঘটনা কবলিত গাড়ী দুটো কাপ্তাই থানা আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।