কাপ্তাইয়ে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দলীয় পতাকা উত্তোলন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শিলছড়ি অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের দিনের কার্মসুচীর সুচনাকরা হয়।
এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মার্মা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিক, উপজেলা তাতীদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ তরিক উল্লাহ, উপজেলা কৃষক দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাসুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লাচু মার্মা, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিফ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।