মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১আগষ্ট) দুপুরে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজ তৃলা দেব।
এ সময় পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় মেসার্স জলিল এন্টারপ্রাইজ, মেসার্স পলাশপুর এন্টারপ্রাইজ, মেসার্স মা মনি এন্টারপ্রাইজ কে পৃথকভাবে ৫শত টাকা করে মোট ১৫শত টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০ এর ৪৪ ধারায় মজুমদার রাইচ মিল কে ৫হাজার টাকা সহ সর্বমোট ৬ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজ তৃলা দেব জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।